নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের ঢল নামল তারাপীঠে। বছরের সূচনালগ্নে মা তারার আশীর্বাদ নিতে ভোর থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্দির থেকে প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে পড়েন পুণ্যার্থীরা, তৈরি হয় দীর্ঘ লাইন। আজ ভোর ৩টের সময় মা তারার স্নান ও মঙ্গল আরতি সম্পন্ন হওয়ার পরই সাধারণ ভক্তদের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। নতুন বছরের মঙ্গল কামনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ তারাপীঠে