কান্দিতে বিপাকে বিএলওরা। তাদের দাবি, রাতের মধ্যেই অ্যাপে আপলোড করতে হবে মিস ম্যাচ ফর্মের কারেকশন কপি। এত ফর্ম আপলোডের সময় কোথায় ? প্রশ্ন তুলে কান্দির বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিএলওরা ( Booth Level Officer) । সমস্যা সমাধানে এবার বিডিও-র দারস্থ বিএলওরা। বৃহস্পতিবার কান্দির বিডিওকে ডেপুতেশন দেন বিএলওরা।