ইংরেজবাজার: সাতটারি এলাকায় তৈরি শুটকি মাছ পাড়ি দিচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে
সামুদ্রিক মাছ কে রোদে শুকিয়ে হবে লক্ষী লাভ। আর এই পদ্ধতিতে সারা বছর ভিন রাজ্যে শুটকি মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন জেলার শুঁটকি ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে মাছ এনে ধুয়ে শুকানোর পর তৈরি করা হয় শুটকি মাছ। প্রক্রিয়াকরণের পর বিক্রির জন্য পাঠানো হয় বিভিন্ন পাহাড়ি রাজ্যে। অসম, সিকিম, ত্রিপুরা, মেঘালয় সহ ইত্যাদি পাহাড়ি রাজ্যে ব্যাপক চাহিদা এই শুঁটকি মাছের।