হলদিয়া: হলদিয়া মেচেদা রাজ্য সড়কে চিরনজিপুরের কাছে যাত্রীবাহী অটোর সাথে তেল ট্যাংকারের মুখোমুখি ধাক্কায় মৃত ২ আহত ৫
হলদিয়া শিল্প শহরে বুধবার সকালে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে চিরনজিপুরের কাছে যাত্রীবাহী অটোর সাথে তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু আহত ৫। মৃতের নাম রঞ্জনা প্রামানিক (৪৫) বাড়ি নন্দীগ্রামের, সুরেশ মন্ডল (৫৯) বাড়ি টাউনশিপের বিষ্ণু রামচকে। রানিচক ফ্লাইওভার থেকে একটি গ্যাস ট্যাঙ্কার নামার সময় দুর্গাচক থেকে হলদিয়া টাউনশিপ মুখী যাত্রীবাহী অটোকে সরাসরি ধাক্কা মারে। অটোতে ৭ জন যাত্রী ছিল।হাসপাতালে নিয়ে যাওয়া হয়।