বনগাঁ: কুড়ি দিন আগে মুক্তিপণ চেয়ে অপহরণ করা ব্যক্তিকে কোচবিহার থেকে উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ।
কুড়ি দিন আগে মুক্তিপণ চেয়ে অপহরণ করা ব্যক্তিকে কোচবিহার থেকে উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল এলাকার বাসিন্দা কুড়ি দিন আগে কাজের নাম করে বনগাঁ এলাকা থেকে শিলিগুড়িতে নিয়ে গিয়েছিল এক ব্যক্তি । পরবর্তীতে তাকে মাছের কাজের জন্য কোচবিহারে নিয়ে যাওয়া হয়। তার অভিযোগ সেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং প্রাথমিক ভাবে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল । তারপরে ৫ লক্ষ টাকা চেয়ে পরিবারের কাছে ফোন করা হয় ।