গলসি ২: ভোট চোর, গদ্দি ছোড় কর্মসূচিতে গলসিতে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান ও পথসভা অনুষ্ঠিত হলো
ভোট চোর, গদ্দি ছোড় কর্মসূচিতে গলসিতে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান ও পথসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিকেল পাঁচটায়।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্যোগে সারাদেশে শুরু হতে চলা ‘ভোট চোর, গদ্দি ছোড়’ কর্মসূচিকে সফল করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন পথসভা থেকে কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার এস.আই.আর.-এর নাম করে ভুয়ো অজুহাতে প্রকৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে