রাজারহাট: শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায্য দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বিকাশ ভবন অভিযান
শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায্য দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বিকাশ ভবন অভিযান। আজ সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল করে প্রতিবাদ জানাল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। আজকের বিকাশ ভবন অভিযান মূলত সেই বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠার এক প্রচেষ্টা।বিকাশ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ব্যাপক পুলিশি নজরদারি দেখা যায়।