ক্যানিং ১: কালী পুজোর প্যান্ডেল নাকি মোহনবাগান তাবু বোঝাই দায়, দেখুন ক্যানিং এর এক কালী পুজোর মণ্ডপ
ক্যানিং রাজারলাট পাড়ার নবীন সংঘের এবারের মণ্ডপ ভাবনা ভারত সেরা মোহনবাগান। আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক এই ক্লাবের কর্মকর্তারা। তাই প্রিয় দল যখন ক্লাব ফুটবলে দেশের সেরা হয়েছে তখন সেই দলকে সম্মান জানাতে তাঁরা গোটা কালি পুজোর মণ্ডপটাকেই দলের নামে উৎসর্গ করেছেন। দলের খেলোয়াড়দের নানা ছবি ও সবুজ মেরুন কাপড় দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। আর সেই মণ্ডপ দেখতে বুধবারও মানুষের ঢল নেমেছে মণ্ডপে। তবে প্রতিমা এক্কেবারে সাবেকি।