করিমগঞ্জ: শ্রীভূমি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে 7 টি পদে জয়ী NSUI,জয়ী NSUI প্রার্থীদেরকে সংবর্ধনা জানালো কংগ্রেস
শ্রীভূমি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে 7 টি পদে জয়ী NSUI,জয়ী NSUI প্রার্থীদেরকে সংবর্ধনা জানালো জেলা কংগ্রেস। সোমবার শ্রীভূমির পলিটেকনিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ 7 টি পদে জয়ী হলেন NSUI। সেই উপলক্ষে জয়ী প্রার্থীরা শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আতশবাজি ফাটিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেন। তারপর শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা।