রঘুনাথপুর ২: পুরুলিয়ার সেরা মৌতড়ের মা বড় কালী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
রাজ্যের অন্যতম তথা পুরুলিয়ার সেরা মৌতড়ের মা বড় কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমেই।চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সব থেকে বড় কালীপুজো মৌতড়ের মা বড় কালীর পুজোর দিকে নজর জেলার এমনকি পড়শী রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের। পুরুলিয়া জেলার সবথেকে বড় এই কালীপুজোর বৈশিষ্ট্য হল বলিদান।হাজার হাজার পশুবলি দেখতে লক্ষ লক্ষ উৎসুক দর্শনার্থীদের ভিড় হয় এই মৌতড়ের কালীপুজোয়।