রায়গঞ্জ: স্ত্রীর ওষুধ আনতে গিয়ে অটোর ধাক্কায় গুরুতর জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু, চাঞ্চল্য করনদিঘির বোতলবাড়িতে
স্ত্রীর ওষুধ আনতে গিয়ে অটোর ধাক্কায় গুরুতর জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু, চাঞ্চল্য করনদিঘির বোতলবাড়ি তে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম সন্তোষ সিংহ, বয়েস আনুমানিক ৪৯ বছর, বাড়ি করনদিঘির মাচোলে। পরিবারের দাবী রবিবার দুপুরে স্ত্রীর ওষুধ আনতে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথে বোতলবাড়িতে একটি অটো তাকে ধাক্কা মারে। রায়গঞ্জ মেডিকেল কলেজে আনা হলে তাকে মৃত মৃত বলে ঘোষণাকরে