রামনগর ১: দোকান ভাঙচুর ও অত্যাচারের অভিযোগ রেঞ্জারের বিরুদ্ধে; অখিল গিরির মন্ত্রিত্ব বহাল রাখার দাবিতে তাজপুরে অবরোধ ও মিছিল
গত তিন দিন আগে তাজপুরের জলদাতে এসসি,তফশীল সম্প্রদায় মানুষের উপর অত্যাচার ও দোকান ভাঙচুর করে দেওয়ার প্রতিবাদে রেঞ্জারের বিরুদ্ধে ধিক্কার মিছিল ও পথঅবরোধ করল এস সি তপশিলি সম্প্রদায়ের মহিলারা।তাদের দাবি দোকান করে রুজি রোজার করতে দিতে হবে এবং অখিল গিরির মন্ত্রীত্ব পথ বহাল রাখতে হবে।