হরিপাল: হুগলির হরিপালে 'মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল কর্মীসভায় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী
শুক্রবার হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত মারিয়ার কাশি বিশ্বনাথ সেবা সমিতির হলে আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে "মহিলাদের শক্তির মূল, দিদির তৈরী তৃণমূল" কর্মীসভায়। উপস্থিত ছিলেন রাজ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ, যুব সভাপতি পলাস রায়, আইএনটিটিইউসি এর সভাপতি উত্তম কুন্ডু, আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বিধায়ক করবি মান্না।