নবদ্বীপ: পীরতলা এলাকায় জলা জমি ভরাটের বিরুদ্ধে একাধিক ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর
Nabadwip, Nadia | Sep 25, 2025 বৃহস্পতিবার দুপুরে পীরতলা এলাকায় প্রাচীন একটি জলাভূমি ভরাট বন্ধ করতে ৯ জনের নামে নোটিস জারি করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সম্প্রতি পীরতলা এলাকায় একটি প্রাচীন জলাশয় বা জলাভূমি ভরাটের প্রক্রিয়া শুরু হয়,সেই খবর পেয়ে গত ৪ সেপ্টেম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক সোমদীপ চক্রবর্তী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন,সেখানেই পরিদর্শন শেষে ওই রাজস্ব পরিদর্শক জানান,দাগ নম্বর ৪৯ আরএসে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটি জলাশয়।