নিধুবনে কৃষ্ণ কালী উপলক্ষে মানবাজার বনমহড়া উদয়পুর ও কুলবেদ্যা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হলো পৌষ মেলা।বুধবার সকাল ছটা হইতে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত এই মেলা চলে। মেলা উপলক্ষে টুসু ভাদু নাচ, পাতা নাচ, ঝুমুর নাচ মোরগ লড়াই সহ নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু, মেলা কমিটির সভাপতি মধুসূদন বাউরী, সহ সভাপতি মন্টু বাউরী, কোষাধ্যক্ষ গুণধর বাউরী।