মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আফগারি দপ্তরের।বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার জামবনি,কপড়রা,বাংলা,চেপুয়া,চাপাতি সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযানে ২০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির মদ তৈরির বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে আফগারি দপ্তর।