রতুয়া ২: পানীয় জলের সমস্যা দূর করতে চৌদুয়ার গ্রামের সোলার সাবমারসিবল পাম্প এর কাজের সূচনা
Ratua 2, Maldah | Oct 20, 2025 এলাকাবাসীর পানীয় জলের সমস্যা দূর করতে সোলার সাবমারসিবল পাম্প বসানোর কাজের আনুষ্ঠানিক সূচনা হলো পুখুরিয়া থানার চৌদুয়ার গ্রামে। মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থ প্রায় ৭ লক্ষ ৭২ হাজার টাকা পেয়ে অত্যাধুনিক এই সাবমারসিবল পাম্প বসানো হবে। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন জেলা পরিষদের সদস্যরা অর্পিতা উপপাধ্যায় কুমার সহ এলাকার বাসিন্দারা।