চাপড়া থানার অন্তর্গত হাঁটরা এলাকায় ব্যবসায়িক বিবাদের জেরে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহতের নাম নূর ইয়াসিন মণ্ডল (৩৫)। তিনি তেহট্টের কানাইনগরের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেব সেখের সঙ্গে নূর ইয়াসিনের এক বন্ধুর ব্যবসায়িক লেনদেন ছিল। অভিযোগ, ওই বন্ধু তক্ষক কেনাবেচার অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সূত্রেই ঔরঙ্গজেব সেখের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে।বুধবার বিকেলে নূর ইয়াসিন মণ্ড