ঝালদা ১: তুলিন ফাঁড়ির কালীপুজোয় হেলমেট মণ্ডপ! পথনিরাপত্তার অভিনব বার্তা পুলিশের
তুলিন ফাঁড়ির কালীপুজোয় হেলমেট মণ্ডপ! পথনিরাপত্তার অভিনব বার্তা পুলিশের” ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন পুরুলিয়ার ঝালদার তুলিন ফাঁড়ির কালীপুজোয় এ বছর নজর কাড়ছে এক অভিনব থিম ‘পথনিরাপত্তা’। ফাঁড়ির দেওয়ালে তৈরি করা হয়েছে কংক্রিটের এক বিশাল হেলমেট, যা পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। সোমবার বিকাল ৪ টা নাগাদ এই চিত্র লক্ষ্য করা গেল। পুলিশের এই ভিন্নধর্মী উদ্যোগের মূল বার্তা “পথে নিরাপত্তাই প্রথম, হেলমেটই জীবনরক্ষার ঢাল।” প্রতিবারই তুলিন ফাঁড়ির কালীপুজোয় থাকে ন