শালবনীতে বিজেপির পরিবর্তন সভা। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার শালবনী বিধানসভার অন্তর্গত শালবনী তিন নম্বর মন্ডলের গোয়ালতোড় 1 নম্বর অঞ্চলের এক নম্বর শক্তি কেন্দ্র কাতড়া গ্রামে বিজেপি তরফে আয়োজিত হয় এই পরিবর্তন সভা। আজ মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টা নাগাদ আয়োজন করা হয় এই পরিবর্তন সভার। উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্বরা।