ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরের ক্লাব সেন্টোসের পুজোর থিম উড়তে তাদের মানা, ৫৫ বছরে পদার্পণ করলো ক্লাব সেন্টোসের পুজো
দুর্গাপুরের ক্লাব সেন্টোসের পুজোর থিম উড়তে তাদের মানা। ৫৫ বছরে পদার্পণ করলো ক্লাব সেন্টোসের পুজো। ক্লাব উদ্যোক্তা রবিবার দুপুর একটায় জানালেন আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের পাখি ঘুরে বেড়াতো কিন্তু শহরে ফোনের টাওয়ারের সংখ্যা বাড়ায় পাখি বিলুপ্ত হতে চলেছে। তার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের বইয়ের ভার এতটাই বেশি তারা সামলাতে পাচ্ছে না তার উপর তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে উঠেছে। সেটাকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের পূজা মন্ডপে।