কলকাতা: সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী
উত্তর কলকাতা নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে যারা যৌন লালসা মেটাতে যায় তাদেরকে ভয় দেখানো হয়। এই অভিযোগ দীর্ঘদিনের। ভয় দেখিয়ে তাদের টাকা পয়সা সব কেড়ে নেওয়া হয়। নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তে থাকা সোনার আংটি কিংবা পকেটে থাকা দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়। বেশ কিছু যৌনকর্মী এবং একটি চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন থেকে রয়েছে।