কালচিনি: দলসিংপাড়া চা বাগান নিয়ে চলছে অচলাবস্থা, সমস্যায় শ্রমিকরা, শ্রমিকদের নিয়ে বৈঠক সাংসদ ও বিধায়কের
পুজোর আগে কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান নিয়ে চলছে অচলাবস্থা। সমস্যায় বাগানের প্রায় সাতশো বেশি শ্রমিক। বাগানে কাজকর্ম বন্ধ রয়েছে। বাগান খোলা না বন্ধ জানেনা শ্রমিকরা। বাগানের বর্তমান মালিক কে জানেনা শ্রমিকরা এক জটিল পরিস্থিতি উদ্ভব হয়েছে। শীঘ্র সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে বিজেপি। মঙ্গলবার চা বাগানে ফ্যাক্টরি সামনে শ্রমিকরা জমায়েত হয় সেখানে উপস্থিত ছিল আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা, কালচিনি বিধায়ক বিশাল লামা।