লাভপুর: ফুল্লরা সতীপীঠ মন্দিরে পুজো দিলেন রাজ্য BJP সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা
Labpur, Birbhum | Nov 18, 2025 আজ অর্থাৎ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৮টা লাভপুরে সতিপীঠ ফুল্লরা তলা মন্দিরে বিশেষ পুজো দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। তারা এদিন সকলের মঙ্গল কামনা করে পুজো দেন ওই মন্দিরের। উল্লেখ, এদিন কীর্ণাহারে ছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও দলীয় বৈঠক সেই সমস্ত কর্মসূচি শেষে বিজেপির নেতা কর্মীরা বাড়ি ফেরার পথেই হঠাৎই লাভপুরের ফুল্লরা সতীপীঠ মন্দির পরিদর্শন।