ক্যানিং ১: ক্যানিং এর মিঠাখালি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে নবমীর রাতে মানুষের ঢল
ক্যানিং মিঠাখালী পাড়া সার্বজনীন দুর্গোৎসব এবার ৪২ তম বর্ষে পদার্পণ করেছে। এবারের মণ্ডপ ভাবনা রাজস্থানের যোধপুর প্যালেস। মণ্ডপে শোভা পাচ্ছে অসাধারণ প্রতিমা। এসব দেখতেই নবমীর রাতে মানুষের ঢল মণ্ডপে।