ভগবানগোলা ১: ভগবানগোলা রেল স্টেশনে সেড না থাকায় বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে যাত্রীরা
মুর্শিদাবাদের ভগবানগোলা রেল স্টেশন আজ সকাল থেকে ব্যাপক বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস টাইমে শিক্ষক থেকে শুরু করে বহু সরকারি কর্মচারীসহ সাধারণ যাত্রীদের বড় সমস্যার মুখে পড়তে হয়। কারণ স্টেশনে যাত্রীদের দাঁড়ানোর জন্য কোনও সেড নেই। ফলে সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ট্রেন ধরতে গিয়ে ভিজে গেলেন শতাধিক যাত্রী। যাত্রীরা অভিযোগ করেন, বহু বছর ধরেই স্টেশনে সেড নির্মাণের দাবি উঠলেও তা আজও বাস্তবায়িত হয়নি। কলেজগামী ছাত্রছাত্রীদের অবস্থাও একই রকম। আজকের বৃষ্