আশা কর্মীদের ন্যূনতম 15হাজার টাকা মাসিক বেতন প্রদান,উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান,কর্মরত অবস্হায় মৃত আশা কর্মীর পরিবারকে 5লক্ষ টাকা প্রদান সহ মোট 8দফা দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর রঘুনাথপুর 2নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে চেলিয়ামার পকোড়ি মোড় থেকে মিছিল করে বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে BMOHএর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ও তাদের লাগাতার কর্ম বিরতি চলবে বলে জানান।