কালিগঞ্জের দেবিগ্রাম আরওপিতে পৌষকালী পূজা এবং ডেপুটি এসপি (ডিঅ্যান্ডটি) কন্ট্রোল রুমের উদ্বোধন হল শুক্রবার। এই কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার, সঞ্জয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ, ডি এস পি ডি এন টি দেবাশীষ চট্টরাজ, কালিগঞ্জ থানার ওসি কৃষ্ণেন্দু গোস্বামী সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন সন্ধ্যায় পৌষকালী পূজোর উদ্বোধন করেন এমএলএ আলীফা আহমেদ।