তেলিয়ামুড়া: CPIM তেঃমুড়া বিভাগীয় পার্টি অফিসের সামনে তিন দফা দাবি সমর্থনে গণ অবস্থান কর্মসূচি করা হয়CPIM বিভাগীয় কমিটির উদ্যোগে
বুধবার সকাল 11 ঘটিকায় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিসের সামনে তিন দফা দাবি সমর্থনে গণ অবস্থান কর্মসূচি করা হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, সিপিআইএম রাজ্য নেতৃত্ব সুধন দাস, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্যরা।