চাঁচল ১: মহাসপ্তমীর সকালে রাজকীয় আয়োজনে চাঁচল রাজবাড়ির অষ্টধাতুর চতুর্ভুজা মা চণ্ডীর শোভাযাত্রা পাহাড়পুর চণ্ডীমণ্ডপে পৌঁছাল
প্রাচীন প্রথা মেনে মহাসপ্তমীর উষা লগ্নে চাঁচল রাজবাড়ি থেকে পাহাড়পুর চন্ডী মণ্ডপে গেলেন চতুর্ভুজা মা চণ্ডী। অষ্টধাতুর মাকে মন্দিরে নিয়ে যাওয়া হল রীতিমতো শোভাযাত্রা সহকারে। রাজ ঐতিহ্য মেনে চাঁদের পাখা এবং সোনার ঝাড়ু সহকারে চাচোল রাজবাড়ী থেকে পাহাড়পুর চন্ডীমন্ডপে নিয়ে যাওয়া হল অষ্টধাতুর চতুর্ভূজায় চন্ডীকে। এই রীতিকে কেন্দ্র করে এদিন প্রায় চার কিলোমিটার রাস্তা ছিল লোকে লোকারণ্য। শোভাযাত্রায় সামিল হতে দেখা গিয়েছে আট থেকে আশিকে।