পুরুলিয়া ২: আগামীকাল টাটানগর আসানসোল বরাভূম দুটি মেমু ট্রেন আদ্রা আসানসোল শাখায় ক্যানসেল থাকবে
আগামীকাল অর্থাৎ দোসরা নভেম্বর টাটানগর আসানসোল বরাভূম বিপরীতমুখী দুটি মেমু ট্রেনের আদ্রা আসানসোল শাখায় পরিষেবা বাতিল থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি সুত্র থেকে জানা গিয়েছে রেলের প্রযুক্তিগত কাজের জন্য ট্রেন দুটির আগামী কালকে যাত্রাপথ সংক্ষিপ্ত থাকবে ।