পুরুলিয়া ২: আগামীকাল 68079 এবং 68080 ভোজুডি চন্দ্রপুরা ভোজুডি ২টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে
রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে আগামীকাল ভোজুডি চন্দ্রপুরা শাখায় দুটি মেমু প্যাসেঞ্জার ট্রেন ক্যান্সেল থাকবে । রেল সূত্রে বলা হয়েছে বিপরীতমুখী ওই দুটি ট্রেন হল 68079 এবং 68080 ভজুডি চন্দ্রপুরা ভজুডি লোকাল ।