খড়গপুর ১: মোহনপুরের কেঁউটখলিশাতে নয়ানজলি থেকে উদ্ধার মৃতদেহ পাঠানো হলো ময়নাতদন্তে
বাড়ির অদূরে একটি নয়ানজুলি থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মোহনপুর থানার কেঁউটখলিশা এলাকার ঘটনা। মৃতের নাম প্রশান্ত মহাপাত্র। বয়স (৫০)। পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়িতে ফেরেননি। মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে কেঁউটখলিসা এলাকার একটি নয়ানজুলির জলে মুখ থুবড়ে ভেসে থাকতে দেখেন পথ চলতি কয়েকজন। খবর দেওয়া হয় মোহনপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।