মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: জিয়াগঞ্জে হতে চলেছে চতুর্থতম নবাব ক্যারাটে কাপ, ইতিহাসের মাটিতে নব প্রজন্মের লড়াই
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, রবিবার ১২ই অক্টোবর, ২০২৫: আগামী ২৮শে ডিসেম্বর শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত চতুর্থ বর্ষ নবাব ক্যারাটে কাপ প্রতিযোগিতা। প্রতিদিনের নিয়মিত কারাটে অনুশীলনের ফাঁকে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রচার করলেন নবাব কাপ সংস্থার মূল পরিচালক ও কারাটে শিক্ষক ফজর শেখ। বাংলা, বিহার ও উড়িষ্যার যৌথ উদ্যোগে নবাব সিরাজউদ্দৌলাকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। একসময় ছোট্ট প্রয়াস হিসেবে শুরু হলেও আজ নবাব কাপের নাম