কৃষ্ণনগর ১: মোলান্দির ঘটনায় ১০জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট,ধৃতদের জামিনের আবেদন করাহবে উচ্চআদালতে;জানালেন উকিল সুমন সরকার
কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের গণনার দিন বোমার আঘাতে মৃত্যু হয় ন বছরের নাবালিকা তামান্না খাতুনের। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এখনো পর্যন্ত ধরা পড়েছে ১০ জন। দশজনের বিরুদ্ধে গত ১৩ই আগস্ট সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। ধৃত ১০ জনের জামিনের আবেদন করা হবে উচ্চ আদালতে বিস্তারিত জানালেন আসামিপক্ষের উকিল সুমন সরকার।