বিষ্ণুপুর ১: শালপুকুর গ্রামের নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের দাবিতে DYFI এর সদস্যরা পৌঁছায় বিষ্ণুপুর থানাতে!
২৫/১১/২৫ তারিখে বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া অঞ্চলের শালপুকুর গ্রামের বাসিন্দা নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরামপুর মন্মথনাথ হাই স্কুল এর দুই ছাত্রী স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়। DYFI জেলা সম্পাদক কমরেড জাহাঙ্গীর আলম সহ নেতৃত্বরা নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যদের নিয়ে বিষ্ণুপুর থানায় পৌঁছায় এবং নিখোঁজ ছাত্রীদের দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়।