তেলিয়ামুড়া: দক্ষিণ ঘিলাতলী এলাকার জন্য ব্যক্তিকে বহিরাজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন তিন লক্ষ টাকা বিধায়ক
দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের জনৈক মনীন্দ্র দাস হৃদযন্ত্র জনিত সমস্যায় ভুগছেন এবং পরিবারের লোকজন যখন বহিরাজ্যের চিকিৎসা খরচ আর বহন করতে পারছিলেন না তখন সামনে এসে সহায়তার হাত সম্প্রসারিত করলেন স্থানীয় বিধায়ক। দলের মন্ডল সভাপতি নিতাই বল, সাধারণ সম্পাদক অসীম দেবরায় সহ বিভিন্ন নেতৃত্বদের সাথে নিয়ে আজ মণীন্দ্র বাবুর চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করে।