করিমগঞ্জ: শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ৪১ তম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন ইন্দিরা ভবনে
সোমবার শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ৪১ তম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শ্রীভূমি জেলা কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনে। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ সহ কংগ্রেসের অন্যান্যরা। এদিন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির বিরুদ্ধে ভোট সাব্যস্ত করে কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে সাব্যস্ত করার আহ্বান জানান তিনি।