কলকাতা: একাদশী তিথিতে কলকাতার বাজে কদমতলা ঘাটে মেয়রের পরিদর্শন
কলকাতার বাজে কদমতলা ঘাটে মেয়রের পরিদর্শন। একাদশীর সকাল থেকে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন অব্যাহত। বিপজ্জনক ভিড়, চক্ররেল সেবা সাময়িক বন্ধ বাজে কদমতলা ঘাটে পরিবেশ ও অবকাঠামো উন্নতির লক্ষ্যে আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হঠাৎ পরিদর্শনে যান। ঘাটে পৌঁছে তিনি স্থানীয় বাসিন্দা ও পূজারিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।