খানাকুল ১: চলছে রাস্তা সংস্কারের কাজ,মাস খানেক ধরে বন্ধ PHE জল পরিষেবা,সমস্যায় তিরোল GP-র সাধারণ মানুষ #jansamasya
চলছে রাস্তা সংস্কারের কাজ।বন্ধ PHE জল পরিষেবা।সমস্যায় সাধারণ মানুষ।ঘটনা আরামবাগের তিরোল অঞ্চল এলাকার।জানা গেছে,কয়েকমাস আগে শুরু হয়েছে আরামবাগ-তিরোল রাস্তা সংস্কারের কাজ।স্থানীয়দের দাবি,কাজের জন্য রাস্তার নিচ দিয়ে যাওয়া পাইপ অনেক জায়গায় ফেটে গেছে।তার জেরে মাস খানেক ধরে PHEজল বন্ধ রয়েছে।ফলে সমস্যায় পড়েছেন তিরোল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষ।বাইরের টিউবওয়েলের জলই এখন তাঁদের সহায় সম্বল।তবে খুব তাড়াতাড়ি জল চালুর চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি পঞ্চায়েত সদস্য।