ভগবানগোলা ১: SIR সামনে রেখে হারিয়ে যাওয়া মানুষ! প্রায় ৩৪/৩৬ বছর পর হাবাসপুরে ফিরলেন করিম সেখ
ভগবানগোলা থানার হাবাসপুর খাস মহল এলাকায় শনিবার এক অবাক করা ঘটনা। প্রায় চার দশক আগে নিখোঁজ হয়ে যাওয়া করিম শেখ ফিরে এলেন নিজের জন্মভিটায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে ঈদের দিন বাড়ি ছেড়ে বেরিয়ে যান করিম শেখ (পিতা: মজিদ শেখ)। এরপর বহু বছর ধরে পরিবারের তরফে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এমনকি দীর্ঘ সময় পর তার স্ত্রী মৃত্যুসনদ বানিয়ে জমিজমা ওয়ারিস হিসেবে নিজের নামে করে নেন।