পাড়া: এলাকায় মদ ও মাদক বিরোধী দাবিতে সাঁওতালডি থানায় SUCI(C)-এর ডেপুটেশন
Para, Purulia | Nov 2, 2025 শনিবার সন্ধ্যা ছটা নাগাদ সাঁওতালডি থানায় একাধিক জনদাবি নিয়ে ডেপুটেশন দেয় SUCI(C) দলের প্রতিনিধি দল। মূল দাবিগুলির মধ্যে ছিল— সাঁওতালডি থানা এলাকায় মদ ও মাদকজাত দ্রব্য সম্পূর্ণরূপে বন্ধ করা, গ্রামে মদের দোকান বন্ধ, কাঁকিবাজার থেকে পাহাড়িগোড়া পর্যন্ত বেহাল রাস্তার দ্রুত সংস্কার, থার্মাল পাওয়ার প্লান্ট এলাকায় স্ট্রিট লাইট বসানো ও ভারী যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ। এছাড়া দেউলি পাহাড়গোড়া হাইস্কুলের সামনে ব্যারিকেড বসানো, পুলিশের অকারণ হয়রানি বন্ধ ও গ্রামীণ সড়কে