কৃষ্ণনগর ২: সারা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য কালীপুজো কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের ধুবুলিয়া এলাকায়
সারা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য কালীপুজো কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত ধুবুলিয়া এলাকার। একাধিক ক্লাব বারোয়ারি গুলি বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেল সহ বিভিন্ন লাইক দিয়ে সাজিয়ে তোলে এলাকা। ধুবুলিয়া এলাকায় কালী পুজো দেখতে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।