চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার পুটলি ঘাটে নিরঞ্জন করা হলো কুড়িটি প্রতিমা
পুটলি ঘাটে নিরঞ্জন করা হলো ২০টি প্রতিমা। আজ বিজয়া দশমী। চুঁচুড়ার একাধিক ঘাটে আজ প্রতিমা নিরঞ্জন হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার পুটলি ঘাটে শহরের কুড়িটি পুজো কমিটি তারা প্রতিমা নিরঞ্জন করেন। অপ্রতিকর ঘটনা এরাতে মোতায়েন করা হয়েছিল পুলিশ।