শালবনি: শালবনীতে ফের হাতির দল, আতঙ্কিত গ্রামবাসী
শালবনিতে ফের হাতির হানা, আবারোও সালবনির জঙ্গলে ঢুকে পড়ল একদল হাতি। গ্রামাঞ্চলে এখন জমিতে ধান উঠেছে, ফলে জঙ্গলমহলে বারবার হাতির আগমনে ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা। আজ সোমবার আবারও শালবনিতে হাতির হানায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এদিন বিকেল প্রায় ৫ঃ৩০ টা নাগাদ জানা গিয়েছে, সালবনির বিভিন্ন গ্রামে এখন জমিতে ধান হয়েছে। এই ধান জমিতে বারবার জঙ্গল ছেড়ে চলে আসছে হাতির দল। এতে ক্ষয়ক্ষতি হচ্ছে ধানের।