করবুক: বেতন বন্ধ আশা কর্মীদের, ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে প্রতিবাদ আশা কর্মীদের
Karbuk, Gomati | Sep 30, 2025 বেতন বন্ধ আশা কর্মীদের, ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে প্রতিবাদ আশা কর্মীদের। ২৫ জন আশা কর্মী বেতন পাচ্ছে না গত চার মাস ধরে। বারবার হাসপাতালে ইনচার্জ এর সাথে কথা বলে কোন সূরাহ না হলে মঙ্গলবার হাসপাতালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।