তুফানগঞ্জ ১: দোকান থেকে ঠান্ডা পানিও কিনে খেয়ে গুরুতর অসুস্থ তিন কিশোর, বালাপুকুরি এলাকার এক কিশোর ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে
ঘটনাটি শুক্রবার পসারিরহাট এলাকার ঘটনা এবং শনিবার তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি বালাপুকুরি এলাকার কিশোরের পরিবারের লোকজন এ বিষয়ে প্রতিক্রিয়া দেন। তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি কিশোরের নাম রফিকুল হক। শুক্রবার সে পশারীরহাট এলাকায় মামার বাড়িতে গিয়েছিল । আরো দুজনের সঙ্গে একটি দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। দুজনকে কোচবিহারে ভর্তি করলেও রফিকুলকে বাড়ির লোকজন ভর্তি করে তুফানগঞ্জ হাসপাতালে।