মাথাভাঙা ২: ভেলাকোপা ও খোপাডুলি সংলগ্ন এলাকায় বন্য শুকরের আক্রমণে মৃত দুই ব্যক্তির বাড়িতে এলেন প্রাক্তন মন্ত্রী
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের ভেলাকোপা ও খোপাডুলি সংলগ্ন এলাকায় বন্য শুকরের আক্রমণে মৃত দুই ব্যক্তির বাড়িতে এলেন বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। এদিন তিনি মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। গত তিনদিনে ভেলাকোপা এলাকায় কাশিকান্ত বর্মন বন্য শুকরের আক্রমণে মারা যান এবং খোপাডুলি এলাকার ধীরেণ বর্মন।রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান রাজ্য সরকার ও দল এই দুই পরিবারের পাশে রয