কল্যাণী: কল্যাণী ও গয়েশপুরের বিভিন্ন পুজো মণ্ডপে অষ্টমীর রাতে জমে উঠল দর্শনার্থীদের ভিড়
Kalyani, Nadia | Sep 30, 2025 কল্যাণীর ও গয়েশপুরের বিভিন্ন এলাকায় অষ্টমীর রাতে পূজো মণ্ডপ গুলিতে জমে উঠল ভিড়। গয়েশপুর টাউন ক্লাব, গয়েশপুর শ্রীপল্লী ইউনিয়ন ক্লাব, বেদীভবন আনন্দপল্লী যুব গোষ্ঠীর সর্ববৃহৎ ইন্ডিয়া গেট দেখতে ভিড় জমান দর্শনার্থীরা, কাটাগঞ্জ গোকুলপুর নিমতলা মাতৃমন্দিরে এবারের থিম তবু মনে রেখো কবিগুরু রবীন্দ্রনাথকে ঘিরে তৈরি হয়েছে থিম। এছাড়া গয়েশপুর বিশ্ববাণী ক্লাব কাটাগঞ্জ সপ্ত প্রদীপ জনকল্যাণ ক্লাব এবং গয়েশপুর মিলন তীর্থ ক্লাবের পুজো দেখতে ভিড় জমান দর্শনার্থীরা।