ঝাড়গ্রাম: ছৌয়ের তালে তালে জঙ্গলমহল, কেচন্দায় লোকসংস্কৃতির মহোৎসব, মেলার উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা
ঝাড়গ্রাম জেলা তার সমৃদ্ধ লোকসংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত। জঙ্গলমহলের এই জনপদে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান ছৌ নৃত্যের ধারাকে সামনে রেখে শনিবার এক বর্ণাঢ্য ছৌ মেলার আয়োজন করা হয়।ঝাড়গ্রাম ব্লকের কেচন্দা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বিকেলে বসে এই ঐতিহ্যবাহী মেলা। ঢাকের তালে তালে ছৌ নৃত্যের পরিবেশনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কেচন্দা ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই মেলায় অংশ নেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।